আবদ্ধ মুজিবের কথন

আমি ঘুমলী স্বপ্নে হেরি

আমি অমোঘ

জেগে উঠে দেখি

এতো পরিচিত শহর,

শেকলের দেয়াল ।

তখনি নয়নে অশ্রুর ঢল

এখানেই কি হবে

কালো ঘুম,

নাকি স্তব্দতার দেয়াল

ভাঙবে যোদ্ধার দল ।

আমি দেখতে চাই মরা আঙিনায়

নরদানবদের মরন বেলা

দেনা-পাওনার হিসাব করে

ফিরিয়ে দিতে চাই

গনমানবের অবহেলা ।

আমি শেকলের দেয়ালে বসে ও

সংশপ্তক নিলাম

তাজা প্রানে যারা যন্ত্রনা দেয়

তাদের উপর আমার ভ্রুকুটি ।

তাদের উপরে নেমে আসুক ঘন সিয়া ।

হে ধরনী,

চোখে ভেসে ওঠে তোমার সবুজালয়

হাহাকার করে হিয়া ।

নরদানব ভেবনা

আমি শেকলের

দেয়ালে আবদ্ধ,

আমি শুনেছি

বিচলিত স্নেহ,

কিংবদন্তির চিৎকার

আমার রক্ত টগবগ করছে ।

কান পেতে শুনে দেখ

হে নরদানব,

শেকলের দেয়াল ও জানাচ্ছে ধিক্কার ।

আমার কালো ঘুম চলে আসলেও

আছে ত্রিশ লক্ষ কারিগর,

তারা স্ফীত সঞ্চয় নিয়ে

মুক্তির বার্তার অপেক্ষায় ।

হে নরদানব,

তোমরা এখন দূর্বিপাকের আড়ালে

আমার শেকলের দেয়ালের

ছুটির ঘন্টা না বাজলেও

মনে রেখ আমরা স্বাধীন ।

হে নরদানব,

তোমাদের ক্ষমা নেই কস্মিনকালেও ।

Md. Bellal Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments