বঙ্গবন্ধুকে নিয়ে লিখব বলে

বঙ্গবন্ধুকে নিয়ে লিখব বলে

সৈয়দা আফসানা ফেরদৌসী

কাকে রেখে কাকে ধরে কাঁদবে তুমি?

কন্যাদ্বয়, প্রিয় বোন হয়ে নাকি অন্য কোন সম্মানে ।।

এক ভয়াল রাতের দুঃসহ স্মৃতি কি মুছে ফেলা যায় না

যায় না কি পালটে দিতে কালো ইতিহাস ।

ইতিহাস পড়েছি সার্বসিডিয়ারীতে

পড়েছি আগ্রহ ভরে অনেক-

উত্থান পতনের যবনিকা

তবে, শিহরে উঠার ইতিহাস যে চোখের সামনে

হার মানিয়ে সব ইতিহাস ।

যে শিশু অধিকার হারালো মিষ্টি পৃথিবী দেখার,

যে শিশু অধিকার হারালো ক্রিকেটার হবার,

যে শিশু কিশোর হবে না কখনও বা কিশোর যৌবনে

যে কুমারী সদ্য পেল মিষ্টি ভালোবাসার ছোয়া

এখানেই শুরু আর এখানেই শেষ।

অনেক স্বপ্ন ভুবন আজ অনেক স্মৃতি স্তম্ভ।

কি অশরীরী চিন্তা আজ সৃষ্টির খেলায় ধ্বংসের  কালো ছটা ।

স্বাধীন দেশে যে নারী মায়ের রুপে গড়লো এক বেহেস্তি আবেশ

শিশুকাল হতে কৈশোর যৌবন, শুধু অপেক্ষা ছিল কি তবে এ রাতের !

আতঙ্ক, ভয় আর অজানা অপেক্ষা যাকে সাহসী করেছে

পুড়িয়ে করেছে সোনা, সোনার দেশে

তবে কি সব জমা পরকালের তরে

যেথায় পুরস্কার কেহ না কেড়ে নিতে পারে ।

এ পৃথিবীর হে অভাগা দেশ

পাপ মুক্তি সেকি বললেই হয়ে যায়।

একটি বহমান নদীর মতো

একটি অটল পাহাড়ের মত

একটি চলমান সড়কের মতো

একটি বিস্মৃত বনের মত সাহসী পুরুষ

দেশ, দশ, সমাজ, পরিবার

এমন একটি সৃষ্টিকে কি ধ্বংস করা যায় !

যায় কি সৃষ্টি করা আরেকটি প্রতিকৃতি?

তবে কেন, কার তরে চলে যেতে হয়।

এ ক্ষতমাখা জাতি বিষের কুন্ডলিতে তাই ঘুরপাক খায় ।

পিতার পিতৃত্ব হারা একটি দেশ

হায়ানার কবলে তাই দিক হারায় ।

ইতিহাস আর কত রকম হয়!

কত বিকৃতি তাকে বিষাক্ত করে দেয় ।

অবশেষে মাটি ফুঁড়ে

একটি সত্য বেরিয়ে আসে,

যে সত্য এক সদ্যজাত চারা

দুটি পাতার মাঝে একটি রক্তজবা

আর একবার সুযোগ এলো

কলঙ্ক মোচনের

সাবধান! আর ভুল নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments