১৫’ আগষ্টের বেদনা বিলাপ

স্তব্দ সকাল

চারদিকে পাখির কলরব

স্বপ্ন দেখছে সোনার বাংলার কারিগর,

এমন সময় উঠল নর-দানবদের ঝড় ।

হে নরদানব

কিছু কথা বলতে চাই

বলার যে আর সময় নাই ।

কালো ঘুমে ঘুম পাড়িয়ে দিল

বাংলার কারিগরের

জীবন কেড়ে নিল

রেহাই পেলনা ছোট্ট শিশুটি,

খেলনা ঘরের হল সমাপ্তি ।

ঘরের ঘরনীর শেষের পাতা,

হলনা আর আঁকা ।

একে একে বিশজনের

জীবন নিল কেড়ে,

ভাগ্যদশায় বেঁচে গেল দুই রত্ন

দেশ ছেড়ে ।

ওরা বেঈমান , প্রতারক

ঘরের শত্রু,

ওরা মানুষ নামের জন্তু ।

দেশে দেশে মুজিবের শূন্যতা

কে করবে পূরণ মুজিবের পূর্ণতা ।

নরদানবদের হলোনা রেহাই,

একে একে হল ফাসির রায় ।

কাউকে করবেনা ক্ষমা দেশ

যতই পালিয়ে বেড়াক ওরা বিদেশ

ক্ষমা নেই, ক্ষমা নেই ।

হে নরদানব

ভেবনা, মুজিব মরে নাই

জেগে আছে ,

প্রতিটি বাঙালির মাঝে ।

Md. Bellal Hossain

Student (ID 1844451008)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments